গান: ইয়া রাসূলাল্লাহ ইয়া নাবীয়াল্লাহ
কথা ও সুর: আবুল কাশেম
ইয়া রাসূলাল্লাহ ইয়া নাবীয়াল্লাহ
ওগো দয়ার নবী ওগো প্রেমের ছবি
আসসালাম ইয়া রাসূলাল্লাহ ॥
তৌহিদেরই নূর আলা নূর জ্বাললে আঁধার ধরায়
জাগল বেহুঁশ পাপী তাপী পথ পেল অসহায়
পড়ে খোদার কালাম জানায় দরুদ সালাম
আসসালাম ইয়া রাসূলাল্লাহ ॥
মানবতার বন্ধু তুমি তুমি শাফায়াতকারী
বিশ্ব নবী বিশ্ব নেতা তুমি মুক্তির দিশারী ॥
গায়রুল্লাহরই উৎখাতে তুমি শ্রেষ্ঠ বিপ্লবী
দীন কায়েমের সিপাহসালার শ্রেষ্ঠ সংগ্রামী
ওগো সেনাপতি মহান রাষ্ট্রপতি
ইয়া মুহাম্মাদ রাসূলাল্লাহ ॥