গান: আকাশের কোল ঘেঁষে
কথা ও সুর: মনিরুল আলম মনির
আকাশের কোল ঘেঁষে
বাঁকা চাঁদ মুচকি হাসে
সিয়ামের খবর এলো রে
নাজাতের মাস এলো রে ॥
ঘরে ঘরে যাবে শোনা কোরআন তেলাওয়াত
রোজাদার চাইবে ক্ষমা বাড়িয়ে দু’হাত
রহমের দুয়ার খোলা মুমিনের প্রাণে দোলা
আবারো এনে দিলো রে ॥
যত বড় পাপী তাপী হও না তুমি ভাই
আল্লাহর নাজাতের নাই তুলনা নাই
রহমান করবে ক্ষমা যত থাক পাপ জমা
নিশীথে জেগে ওঠো রে ॥