গান: আকাশে মিটি মিটি তারা জ্বলে
কথা ও সুর: আবুল কাশেম

আকাশে মিটি মিটি তারা জ্বলে
পূর্ণিমা চাঁদ দোলে
তোমারি কথা বলে
ও আমার আল্লাহ ॥

নক্ষত্র পুঞ্জ বলে
গ্ল্যাক্সিগুচ্ছ বলে
প্রতিটি জ্বীন বলে
সৃষ্টি সবাই বলে
ও আমার আল্লাহ ॥

পাহাড় পর্বত বলে
ঝর্ণা ধারা বলে
সাগর নদী বলে
সৃষ্টি সবাই বলে
ও আমার আল্লাহ ॥

অলি কলি বলে
পাখ পাখালি বলে
গাছ গাছালি বলে
সৃষ্টি সবাই বলে
ও আমার আল্লাহ ॥

লাঞ্ছিত মানুষ বলে
বঞ্চিত মানুষ বলে
মজলুম মানবতা কেঁদে কেঁদে বলে
বাঁচাও আল্লাহ
ও আমার আল্লাহ ॥

ইরাকে আফগানে কাশ্মির ফিলিস্তিনে
অসহায় নারী শিশু কেঁদে কেঁদে বলে
বাঁচাও আল্লাহ
ও আমার আল্লাহ ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *