গান: আকাশে মেঘের দেশে
কথা ও সুর: তাফাজ্জল হোসাইন খান

আকাশে মেঘের দেশে
বাঁকা চাঁদ মুচকি হাসে
আনন্দে নেচে ওঠে তাই তো সবার প্রাণ
নাজাতের বাণী নিয়ে এলো রে রমজান ॥

রহমের বৃষ্টি ভেজা ক্ষণ এলো
থেকো না আর ঘুমিয়ে চোখ মেলো
নাজাতের জন্যে কাঁদো সঁপে মনপ্রাণ
হৃদয় খুলে কাঁদো সঁপে মনপ্রাণ ॥

ঈমানী জীবন গড়ার এই সময়
পাবে না হয়তো তুমি মিথ্যে নয়
গুনাহের পাহাড়গুলো করো না খানখান ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *