গান: আজ নয় কাল আসবে রে সেই দিন
কথা ও সুর: মনিরুল আলম

আজ নয় কাল আসবে রে সেই দিন
উড়বে পতাকা উড়বে কালিমা
কেটে যাবেই যাবে সকল অন্ধকার
আকাশে বাতাসে বাজবে সুখের বীণ ॥

সেই আশাতে চলতে হবে সাহস নিয়ে সাথে
ডাকতে হবে ধৈর্য্য নিয়ে আল কুরআনের পথে
যুগ বদলের গানে দেখ হাজার প্রাণে
শ্লোগানে শ্লোগানে আসছে রে নবীন ॥

দিকে দিকে যায় শোনা যায় বিপ্লবী আযান
ফিরে পেতে চায় যে তারা হারানো সম্মান
রক্ত ঝরা পথ যাচ্ছে জনমত
আল কুরআনের আলোর কাছে সব যে আলোহীন ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *