গান: আজ বুঝি গো মায়ের ব্যথা
কথা: জাফর ফিরোজ
সুর: আবদুস সালাম
আজ বুঝি গো মায়ের ব্যথা
মা যে কত আপন
তখনো বুঝিনি মা যে কী ধন
দিয়েছি যখন দাফন ॥
মমতারই সোহাগ দিয়ে
যখন কাছে নিতো
পালিয়ে যেতাম ছল করে মা
দুঃখ জানি পেত
ভেজা কাজল মুছে যে মা
ডাকতো মানিক রতন ॥
ঘুম পাড়াতো চুমু দিয়ে
কল্পলোকের ভিড়ে
আলতো ছোঁয়ায় জাগিয়ে নিতো
শিশির ঝরা ভোরে।
আজ জাগে মা আমার বুকে
তোমার স্নেহের ক্ষুধা
হেলায় হারানো আদর সোহাগ
চাই যে পরশ সুধা
যায় না কি মা তোমার কাছে
আমার ব্যথার রোদন ॥