গান: আব্বু আব্বু বলে ডাকে
কথা: আজম আহমেদ
সুর: সম্মিলিত


আব্বু আব্বু বলে ডাকে
একটি কচি ছেলে
আব্বু কেন নেয় না কোলে
দাও না মাগো বলে ॥

আম্মু বলে কেঁদে কেঁদে
আয় রে খোকন আয়
আব্বু যে তোর চলে গেছে
সবাই যেথায় যায় ॥

তোর আব্বুকে যেন খোদা
কবুল করে নেয়
এই মোনাজাত করি সদাই
খোদার দরগায় ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *