গান: আমরা জেনে গেছি কে তুমি
কথা: জাকির আবু জাফর
সুর: লিটন হাফিজ চৌধুরী
আমরা জেনে গেছি কে তুমি
কে তুমি ফোটাও ডালে ফুল
কে তুমি রহম ঢেলে সাজাও ধরা
কার নামে গেয়ে উঠে পাখি বুলবুল ॥
কে তুমি আকাশে দিলে মায়াবী নীল
রাত ভরা সারা রাত তারা যে ঝিলমিল
কে তুমি জোছনাতে ঝরাও বকুল ॥
উদয়াস্ততে নেই শুরু শেষ
নেই সীমা অনন্ত সীমানা অশেষ
কে তুমি জোয়ার ঢেলে ভরাও দু’কূল ॥