গান: আমায় একটি ভাঙ্গা কলম দাও
কথা ও সুর: মহিউদ্দিন আবু তাহের
আমায় একটি ভাঙ্গা কলম দাও
আদেশ লিখে দিব
তাবত কালের কালা কানুন বাতিল করার
কলমগুলো আজকাল তো লিখে না কথা
জীর্ণ স্বদেশ গড়ার ॥
একটি ভাঙ্গা লাঙ্গল আমায় দাও
যে লাঙ্গলটি চষবে না আর
শুকনো মাটির নিরস কঠিন কণা
যে লাঙ্গলটি শোষক ভুলে হানবে ছোবল
মরণ বিষের ফনা ॥
এমন একটি কাব্য আমায় দাও
যে কবিতা ভ- কবির মুখোশ ছিঁড়ে
সত্যকে দেয় খুলে
যে কবিতা শিকল ভেঙ্গে
জীবন তরু ভরিয়ে দেবে ফুলে ॥
এমন গানের ফুলকি আমায় দাও
যে গান ছড়ায় সুরের আগুন
উড়িয়ে দিতে কাল শকুনের চোখ
যে গান শুধুই ব্যথিত জনের দুঃখ নাশে
সাহসে ভরায় বুক ॥