গান: আমার জীবন শূন্য করে
কথা ও সুর: আবদুস সালাম

আমার জীবন শূন্য করে
মায়ার বাঁধন ছিন্ন করে
চলে গেছ মা জননী
একা পরপারে
মাকে মনে পড়ে ॥

হাজার মুখের ভিড়ে আমি
খুঁজি মায়ের মুখ
যে মা আমার সুখে সুখী
দুঃখে পেত দুঃখ
আদরিণী মা জননী
দূর আঁধারের ঘোরে ॥

মধু মাখা মায়ের হাসি
দেখে একবার
স্বর্গ যেন খুঁজে পেতাম
জীবনে আমার
অভিমানী মা জননী
থাক স্মৃতির ডোরে ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *