গান: আমার ভাইয়ের রক্ত মেখে
কথা: জাকারিয়া আজাদ
সুর: শাহাবুদ্দীন
আমার ভাইয়ের রক্ত মেখে
পতাকা হলো লাল
সজীবতায় সবুজ হলো
সাক্ষী মহাকাল
বাংলাদেশ আমার বাংলাদেশ…
স্বাধীন পতাকার জন্য
যুদ্ধ হলো কত
জীবন দিল অনায়াসে
মা বোন ভাই শত
বিনিময়ে আমরা পেলাম
মুক্ত স্বাধীন সকাল ॥
স্বাধীন দেশে স্বাধীনভাবে
বেঁচে থাকতে চাই
স্বাধীনতার শত্রু পেলে
সবাই রুখে দাঁড়াই
সাবধান হও সাবধান
ভিন দেশীদের দালাল ॥