গান: আমি জানি জানে সকলে
কথা ও সুর: নাজমুল কবীর
আমি জানি জানে সকলে
আঁধারের পিছে আলো থাকে
প্রিয় নবীর আলোকিত পথে
সঁপে দেবো আমাকে।
ভয়ভীতি দূর কর ভেদ ভুলে যাও
রাসূলের যত আলো কাছে টেনে নাও
এমন আলো আর আসেনি ধরায়
অনুসরণ কর তাকে।
লোভ লালসা যত দূরে ঠেলে দাও
আমার নবীর মত জীবন সাজাও
তিনি ছিলেন মহা জ্ঞানের আঁধার
অনুসরণ কর তাকে।