গান: আমি মরণের পরেও যেন
কথা ও সুর: আবু সা‘দাত লুলু

আমি মরণের পরেও যেন তোমারই গান
গাইতে পারি প্রভু ওপারে
জানি না কিভাবে কাটবে সময় আমার
কাটবে আঁধারগুলো কবরে ॥

আকাশের মাঝে যেমন মেঘ লুকোচুরি খেলা করে
আমিও তেমন করে খুঁজে ফিরি জীবনের মানে
রঙিন এই পৃথিবী স্বপ্নিল
স্মৃতিগুলো রইবে পড়ে ॥

নদী যেমন করে ছুটে চলে সাগরের পানে
আমার হৃদয়ে তেমন তোমারই প্রেমের সুধা ঝরে
তাই তো সারাক্ষণ ভাবি বসে বসে
তোমায় পাবো প্রভু কী করে ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *