গান: আমি মাঝে মাঝে আনমনা হই
কথা ও সুর: আবুল আলা মাসুম
আমি মাঝে মাঝে আনমনা হই
শুধু তোমার মাঝে ডুবে রই
আর তোমার প্রেমে ডুবে রই ॥
তুমি সাঁঝের বেলা খোলা জানালাতে
তুমি বিকেল বেলা নীল আকাশে
সব কল্পনা আল্পনা জুড়ে শুধু তুমি
স্বপ্ন জুড়ে অথৈ ॥
তুমি নামাজ মাঝে শেষে মোনাজাতে
আসো পড়ার টেবিলে সন্ধ্যা রাতে
তুমি উদাস দুপুর হয়ে আমার হৃদয়ে
একান্ত প্রিয় বই ॥
তুমি ফুলে ফুলে ভরা বসন্তকাল
এই মনের নায়ে ওড়াও স্বপ্নের পাল
তাই আল্লাহ তোমাকে মনের গহীনে
যতন করে লই॥