গান: আমি যদি জেগে উঠি
কথা ও সুর: আবু তৈয়ব মেজবাহ
আমি যদি জেগে উঠি চাঁদ জাগা রাতে
জোছনা দেখে দেখে তোমাকে ভাবি
আমি যদি জেগে উঠি বকুল ঝরা কোন প্রভাতে
ঝরা ফুল দেখে দেখে তোমাকে স্মরি ॥
যদি দেখি স্রোতধারা বয়ে যায় সুদূরে
নিরবধি ছুটে চলে তোমার টানে
ঐ পাখি গান গায় মুখর করে
দিবানিশি জপে শুধু তোমার গানে
তোমার সৃষ্টি দেখে অবাক চোখে
তাকিয়ে থাকি তোমাকে ডাকি তোমাকে ভাবি ॥
যদি দেখি মধুয়া গান গেয়ে ওঠে মিনারে
আকুল হয়ে যাই তোমার পরে
জোনাকিরা ছুটে আসে কোথা হতে
মিটি মিটি জ্বলে ওঠে খুব আঁধারে
তোমার সৃষ্টি দেখে অবাক চোখে
তাকিয়ে থাকি তোমাকে ডাকি তোমাকে ভাবি ॥