গান: আমি যুদ্ধ কী বুঝি না
কথা ও সুর: আবদুস সালাম
আমি যুদ্ধ কী বুঝি না
গ্রেনেড কী চিনি না
বুঝি না তো ভাল আর মন্দ
শত্রুতা বুঝি না মিত্রতা বুঝি না
বুঝি না তো ধর্মের দ্বন্দ
রক্তের রং আমি চিনি না
রং তুলিতে আঁকি স্বপ্নগুলো
দামামার সুর আমি জানি না
ফুটতো পাখির গানে ভোরের আলো
ফুলের বাগান থেকে আসে না সুবাস কেন
বারুদের ঘ্রাণ ভাল লাগে না
কান্নার রং কী তা জানি না
দুটি চোখ বেয়ে কেন রক্ত ঝরে
সহপাঠিকে খুঁজে পাই না
ঘুমিয়ে আছে সাগর পাড়ে
বিবেকের রঙ কেন হয় না সবুজ
আমি মানবতার রঙ চিনি না।