গান: আয় মেরে মালিক
কথা ও সুর: আবদুল ওয়াদুদ
আয় মেরে মালিক
আয় মেরে খালিক
তুহি রাহমানুর রাহীম
তুঝ ছে বড়া অর কোন্ হোগা
কোন হোগা ত্ঝ ছে হাসিন ॥
তুনে সাজায়া সাত আসমা
চাঁদ সুরুজ তারা
তেরি রহমত কী দরিয়ামে
নেহি কোহি কিনারা
তুনে ব্কশে মেরে দিলমে
এশ্কে কুয়া তুলমাতিন ॥
তুনে ভেজায়া দীন ইসলাম
ভেজা মোহাম্মাদ রাসূল
রাহ দেখায়া গোমরাহোকো
কার দিয়া কোরআনে নুযূল
তুনে দিয়ে সারে চিজহে
দারতা হো তুজকো তাসলিম ॥