গান: আরে ও দেশের ভাই শোন
কথা ও সুর: আবুল কাশেম
আরে ও দেশের ভাই শোন…
এইডা আবার কোন জ্বালা
খোলে না মুখের তালা
অন্যায় অশ্লীল কাজ বন্ধ করে না।
আরে বন্ধ করার লাগি কোন চেষ্টাও করে না
নামাজ পড়ে রোজা করে এইডাই করে না ॥
যে কাজের ঘোষণা ভাই পাক কোরানে
যে কাজ করেন নবী স্বয়ং আপনে
সেই কাজ হায় এমনি ছাইড়া
থাকি কেন খানকায় পইড়া
পীর ফকিরের বেশ ধরিলে লাভ হবে না
দর্গায় মাথা ঠুকিলে মুক্তি পাবে না
খোদার সাথে শিরিক হবে ক্ষমা পাবে না ॥
আরে টুংটাং দোতারা তানো
রশি ধইরা যতই টানো
তরিকায়ে মুহাম্মাদীর নাগাল পাইবে না
সব ছাইড়া কোরান ধর
কোরান পড় হাদীস পড়
ইসলামী সমাজ গড়ার কাজ করো না
এই কাজ ভাই না করিলে শান্তি পাবে না ॥
আরে ও দেশের ভাই
শোন মন দিয়া সবাই
আরে পাঁচ মিশালি তন্ত্রে চলছে রাষ্ট্র পরিবার
তাই তো সবার ভাগ্য পুইড়া হইতাছে ছারখার
আল্লাহর আইনের বালাইও নাই অফিস আদালতে
সমাজটারে চালাইতাছে খেয়াল খুশি মতে
আরে শুধু মিলাদ মাহফিল করার সময়
স্বাধীন দরবেশ সাহেব, অন্য সবাই দুর্নীতিবাজ
ন্যায়-নীতি সব গায়েব
ভাই রে ধর্ম থেকে কর্মটারে আলাদা করিয়া
মসজিদের সীমানায় তারে রাখে বন্দি কইরা
আর সমাজের ভেতরে চলে দুর্নীতি আর দুঃশাসন
জারীর কথা শোন দিয়া মন
আশা করি বুঝতে দেরি হবে না রে জ্ঞানীগণ
জারীর কথা শোন দিয়া মন।
ভাই রে গদিটারে চৌদ্দগোষ্ঠীর সম্পত্তি বানাইয়া আ…
আরে জনগণকে যায় রে তারা শুধু ধোঁকা দিয়া
সমাজপতি রাষ্ট্রপতি দুষ্ট সবাই অসৎজন
জারীর কথা শোন দিয়া মন।
আশা করি বুঝতে দেরি হবে না যে জ্ঞানীগণ
জারীর কথা শোন দিয়া মন।
ভাই রে চরিত্র নাই যোগ্যতা নাই অেেস্ত্রর বাহাদুরি
নির্বাচনের আগে আইসা ছাড়ে কত জারী
এইডা করমু হেইডা করমু কত্ত কিছুই কয়
জোড়াতালির দল বানাইয়া জননেতা হয়
তারা দলাদলি ফুলাফুলি গোলাগোলি করে
বৈদেশি প্রভুর ইশারায় উঠা বসা করে
হায় রে ও ব্যাপারি তোদের লইয়া কী করি
তোরা বৃষ্টি হইলে ঢাকাতে ছাতি তুলিস দিল্লিতে
ঢাকায় তোদের সর্র্দি হইলে ট্যাবলেট গিলিস ক্রেমলিনে
হায় রে ও ব্যাপারি তোদের লইয়া কী করি
তোরা বৃষ্টি হইলে ঢাকাতে ছাতি তুলিস মস্কোতে
ঢাকায় তোদের সর্দি হইলে ট্যাবলেট গিলিস ক্রেমলিনে।
তারা দলাদলি ফুলাফুলি গোলাগোলি করে
বৈদেশি প্রভুর ইশারায় উঠা বসা করে
তারা জাতির বারোটা বাজাই বৈদেশে করে গমন
জারীর কথা শোন দিয়া মন।
আশা করি বুঝতে দেরি হবে না যে জ্ঞানীগণ।
আরে ও দেশের ভাই শোন মন দিয়া সবাই
শান্তির কথা বলে সবাইরে শান্তির পথে আসে না
আল্লাহর আইন কায়েম ছাড়া শান্তি মিলবে না
অসৎ লোকের ছলে ওরে প্রাণের ভাই
দুর্নীতি সন্ত্রাসে ভরা শান্তি কোথাও নাই
মানুষ গড়ার অঙ্গিনাতে মানুষ হওয়া দায়
পড়ালেখা করতে গিয়া লাশ হইয়া যায়
আর ব্যাপারিগো পাল্লায় পইড়া।
বই কলম ছাড়িয়া স্টেনগান আর ককটেল
বোমা হাতে নেয় তুলিয়া রে
দুখি বাবার কষ্টের পয়সা খরচ কইরা পড়তে আইসা
হয় না যে পড়াশুনা ভাই রে
আল্লাহর আইন ছাড়া-শান্তি মিলবে না
ঐ লেখাপড়া কইরা এখন বিকল্প ট্যাক্সি চালাই
হায় রে ঘুরছে আমার ভাগ্যের চাকা দেখ রে সবাই
বিকল্প ট্যাক্সি চালাই।
বিএ এমএ বিকল্পেরি টিকেট কালেক্টর
ম্যাট্রিক পাসে মাথা ঘষে হয় পরে হেলপার গো
বই কলম আর টেবিল চেয়ার ছাইড়া হইলাম রোড প্রফেসর
লেখাপড়ার কপাল আমার পুইড়া হইলো ছাই
বিকল্প ট্যাক্সি চালাই।
লেখাপড়া করে যারা গাড়ি ঘোড়ায় চড়ে তারা
তাই কী আমি সারাদিন ভাই গাড়িতে কাটাই
হাইকোর্টেরই জজ ব্যারিস্টার হইব আমার ভাই
আদর কইরা বুবুজান কইছিল আমায়
এখন আমি গাড়ির ড্রাইভার কোথায় হইলাম জজ ব্যারিস্টার
গুলিস্তান টু মোহাম্মদপুর হাইকোটঁ হইয়া যাই
বিকল্প ট্যাক্সি চালাই।
আসল কথা শোনেন ভাই আল্লাহ বিনে মাবুদ নাই
আল্লাহ নবীর পথটি ছাড়া শান্তি আসতে পারে না
এই কথাটি বুইঝাও বুঝ না
এই কথা ক্যান বুইঝাও বুঝ না অবুঝ মনা
এই কথা ক্যান বুইঝাও বুঝ না।
আরে ও শান্তির পয়গাম নিয়া নবী আসলেন দুনিয়ায়
বেইনসাফি জুলুমবাজি নিল গো বিদায়
যে যার মত বুইঝা পাইল সমান অধিকার
বন্ধ হইল খুন খারাবি অন্যায় অবিচার
মানুষ হইয়া পশুর মত গোলাম হইল যারা
জীবনেরই সন্ধান আবার ফিরা পাইল তারা।
ভাই রে ধনী গরিব বাদশা ফকির
কারো মাঝে বিভেদ আর রইল না
এই কথা ক্যান বুইঝাও বুঝ না।
শোনেন শোনেন ভাই বন্ধুগণ অশান্তির আসল কারণ
সবাই শোনেন দিয়া মন।
আরে ও আল্লাহ নবীর পথ ছাড়িয়া ওরে প্রাণের ভাই
সমাজ রাষ্ট্র পরিবারে শান্তি কোথাও নাই।
কারে মাইরা কারে খাইব এইতো ভাবনা
চাইয়া দেখ চারিদিকে কী তার নমুনা
হায় রে ভাইয়ে ভাইয়ে দেশে দেশে হইতাছে লড়াই
মানুষ হইয়া মানুষ মারে দয়া মায়া নাই।
হায় রে কুয়েত আফগান ফিলিস্তিনে
কাশ্মিরে ঐ জনে জনে চলছে কত নির্যাতন নিপীড়ন
সবাই শোনেন দিয়া মন
শোনেন অশান্তির আসল কারণ।
এই কথা ক্যান বুইঝাও বুঝ না অবুঝ মনা
এই কথা ক্যান বুইঝাও বুঝ না।
আরে ও মানুষের শান্তির জন্যে মুক্তির জন্য ভাই
আল্লাহর নবী কাজ কইরাছেন সদা সর্বদাই
দূর করিতে কালিমা সব এই না দুনিয়ার
কত কষ্ট কইরাছেন নবীজী আমার
চল্লিশ বছর বয়সেতে ওরে প্রাণের ভাই
ডাক দিয়াছেন সমাজ বিপ্লবের শোনেন ভাই
ভাই রে শান্তি সুখের সমাজ গড়তে
জুলুম শোষণ বন্ধ করতে
দিচ্ছেন নবী জিহাদের ঘোষণা
এই কথা ক্যান বুইঝাও বুঝ না মনা।
জিহাদের ডাক এসেছে জাগ রে মুসলমান
আল কোরানের শমসের হাতে হও রে আগুয়ান
লয়ে আল্লাহর নাম
উদর তৃপ্ত যার সে তো করে অভিমান
বুভূক্ষ মানুষ যে অনশনে মুসলমান
বাতিলের সয়লাবেতে আজ সারা জাহান
হারিয়েছে মানবতা হয়েছে পাষাণ জাগো ওরে মুসলমান।
মানবকুলে শোর পড়েছে অশান্তির এই দুনিয়া
দুঃখ ব্যথার জীবন গেল কোথায় শান্তির দরিয়া
ইসলাম ছাড়া শান্তির পথ আর তো কিছু নাই
কায়েম করো ইসলামী রাজ এই দুনিয়ায়
তবে শান্তি পাবে ভাই।
আল্লাহর আইন আর সৎ লোকের শাসন ছাড়া
বিশ্বভুবন যায় না গড়া
অশান্ত পৃথিবীর মানুষগুলো তাই তো আজি দিশেহারা।
শান্তি শান্তি বলে মজলুম মানবতা
চীনের প্রাচীর ভেঙে তুলেছে আওয়াজ
মুক্তির শ্লোগান উঠেছে আজ।