গান: আর মস্কো পিকিং নয়
কথা ও সুর: তাফাজ্জল হোসাইন খান

আর মস্কো পিকিং নয়
চলো নবীর মদিনা
ঐ দিল্লি মার্কিন ভাই
নয় মোদের ঠিকানা ॥

মোরা রাসূলের উম্মত
বাঙ্গালি মুসলমান
ফের ধরেছি কুরআন
ছেড়ে কুফুরি বিধান
ছেড়ে সকল গোলামী
হবো খোদার দিওয়ানা ॥

যদি চাও দেশের ভালো
যদি চাও স্বাধীনতা
যদি চাও নিজের ভালো
যদি চাও সফলতা
সবই মিলবে ইসলামে
যার হয় না তুলনা ॥

শাহ জালাল শাহ পরান
শাহ মাখদুম খান জাহান
আছে শহীদ তিতুমীর
বায়েজীদ ঈসা খান
ওরা সত্যের সেনানী
ওরা দীনের নিশানা ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *