গান: আল্লাহ আমার রব
কথা ও সুর: তাফাজ্জল হোসাইন খান

আল্লাহ আমার রব
এই রবই আমার সব
দমে দমে তনুমনে তাঁরই অনুভব ॥

তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই
অথৈ নিয়ামাতে ডুবে আছি সবাই
পাখপাখালির গানে
শুনি তাসবিহ কলরব ॥

তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই
তোমার প্রেমের অনল আমি কী দিয়ে নিভাই
যার হয়েছো তুমি
তার নেই যে পরাভব
নেই যে পরাভব ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *