গান: আল্লাহ তুমি কত মহান
কথা ও সুর: মাসুদ রানা
আল্লাহ তুমি কত মহান
নেই যে তোমার তুলনা
এই দুনিয়ার মালিক তুমি
হয় না কিছুই তোমার হুকুম বিনা ॥
তোমার ইশারায় ঝর্ণাধারা
নদীর গতি বহমান
তোমার হুকুমে চন্দ্র তারা
জ্বলে ওগো রহমান
তোমার করুণা ছাড়া মাঠে মাঠে
ফসল ফলে না ॥
তোমার রহমতে পাখিরা ডাকে
জুড়ায় আমাদের প্রাণ
তোমার মহিমায় ঐ সূর্য
নিত্য দিনেই করে আলো দান
তোমার করুণা ছাড়া কখনো জানি
বৃষ্টি নামে না ॥