গান: আল্লাহ তুমি দয়াবান
কথা: ওয়াহিদা নাসরিন
সুর: আমিনুল ইসলাম


আল্লাহ তুমি দয়াবান
সবার প্রতি মেহেরবান
তোমার দয়ার নাই তুলনা
তুমি হলে রহমান ॥

গাছগাছালি পাখপাখালি
তোমার নামে গাইছে গান
পাহাড় নদী ঝর্ণাধারা
করছে তোমার গুণগান
আপন গুণে ধন্য তুমি
আপন গুণে মহীয়ান ॥

চন্দ্র সূর্য গ্রহ তারা
আনছে ধরায় আলোর বান
আকাশ বাতাস সবুজ জমিন
সবই প্রভু তোমার দান
আপন গুণে ধন্য তুমি
আপন নূরে জ্যোতিষ্মান ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *