গান: আল্লাহ তোমার দয়া কত অফুরান
কথা ও সুর: আবদুস সালাম

আল্লাহ তোমার দয়া কত অফুরান
গানে গানে শেষ হয় না
নিখিল ভুবন মাঝে
দেখি সকাল সাঁঝে
তোমার করুণা ঘেরা এই দুনিয়া ॥

শোকর তোমার প্রভু নাহি শেষ হয়
কত সুন্দর করে গড়েছো আমায়
দিয়েছো সৃষ্টি মাঝে সেরা সম্মান
সবই তোমার করুণা ॥

অসীম তোমার দয়া তুমি প্রেমময়
অটুট দীনের পথে রাখিও সদায়
দিও গো আমায় তুমি সুখের পরশ
তুমিই তোমার তুলনা ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *