গান: আল্লাহ শুধু তোমার নাম জপি অবিরাম
কথা ও সুর: আবদুর রশিদ

আল্লাহ শুধু তোমার নাম জপি অবিরাম
হাজার কাজের মাঝে তোমার মধুর নাম
এ যেন হৃদয়ের সুললিত গান ॥

চন্দ্রিমা রাতে সুন্দর এ পৃথিবী
দখিনা সমীরণে কী যে মায়াবী
অপলক দু’নয়ন জড়িয়ে থাকে শুধু
সৃষ্টির শিলালিপি থাকে অম্লান ॥

বর্ষিত শ্রাবণের বৃষ্টিধারা
তৃষিত মরু হল দৃষ্টি কাড়া
ঐ নীল আকাশে সবুজ দিগন্তে
নীল সবুজ আভা সেতো তোমারি দান ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *