গান: ইসলামী বিপ্লবের বড় প্রয়োজন
কথা ও সুর: মতিউর রহমান মল্লিক

ইসলামী বিপ্লবের বড় প্রয়োজন
নইলে মুক্তি আসবে না
নইলে শান্তি আসবে না
বাঁচার মতো বাঁচবে না
এই জনগণ ॥

সত্যিকারের স্বাধীনতা পায়নি আজও মানুষ
পায়নি আজও সব অধিকার আকাশ নিরংকুশ
তাই তো সত্যি আসছে না
সুখের সূর্য হাসছে না
বুক ভরে শ্বাস নিচ্ছে না ভাই
জন সাধারণ ॥

মজলুমানের কান্নারোলে ভরে গেছে ধরা
বাঁচাও বাঁচাও হাহাকারে ধ্বনি ব্যথা ভরা
খবর তো কেউ নিচ্ছে না
কষ্টের ক্ষতও সারছে না
খোদার মদদ চাচ্ছে সবাই
হায় অনুক্ষণ ॥

মানবতার মুক্তির দিশা ইসলাম কবে আসবে
মালেক ভাইয়ের রক্তধোয়া প্রভাত কবে হাসবে
কেউ তো কিছু কইছে না
একটু তরও সইছে না
বুকের ভেতর সারাবেলা
কী যে আলোড়ন ॥

পথের পাশের জীর্ণ মানুষ আর কতকাল ধুঁকবে
মরার মত বেঁচে থেকে কত অসুখ রুখবে
খবর তো কেউ নিচ্ছে না
কষ্টের ক্ষতও সারছে না
তাই তো এসো সফল করি
দ্বীনি জাগরণ ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *