গান: ঈদের আকাশ আবার যেন
কথা: বিল্লাল হোসাইন নূরী
সুর: মশিউর রহমান


ঈদের আকাশ আবার যেন
জোসনা রাঙা হয়।
ভাঙা চাঁদের কণায় কণায়
অমলিন এক সম্ভাবনায়
খুশির গোলাপ স্বপ্ন ছড়াক
সারা ভুবনময় ॥

পথের ধূলোয় নিষ্পেষিত
হাজার যুগের উপেক্ষিত
বঞ্চিত সব প্রাণ
ঈদের দিনে পায় কি খুঁজে
ভালবাসার ঘ্রাণ
চোখের কোণে লোনা পানি
কেবল জমে রয় ॥

নিজের দেশেও পরবাসী
কোথায় তারা পাবে হাসি
কোথায় পাবে ফুল
ঈদের জামাত রেখে ওরা
জানাযায় মাশগুল
সবাই যদি বাঁচতে পারে
তারা কেন নয় ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *