গান: ঈদ এসেছে কালকে খুশির ঈদ
কথা: আসাদ বিন হাফিজ
সুর: হাসিনুর রব মানু
ঈদ এসেছে ঈদ এসেছে কালকে খুশির ঈদ
সেই খুশিতে হারিয়ে গেছে সবার চোখের নিদ
রাঙ্গা বুবু পরলো চুড়ি মনের সুখে কুটলো গুড়ি
গুনগুনিয়ে সুরে সুরে গাইলো শত গীত ॥
বিকেল গেলো সন্ধ্যা হলো নামলো আঁধার রাত
দেশ দুনিয়া খুশি দেখে দূর আকাশের চাঁদ
হাট থেকে বাপ সদাইপাতি আনলো কিনে জ্বাললো বাতি
মাঠ থেকে ভাই ঘরে ফিরে দেখতে গেলো চাঁদ ॥
পার হবে যে এই নিশি রাত আসবে নতুন ভোর
সবার সাথে বুক মিলাবো গড়বো প্রীতিডোর
পড়বো নামাজ জামাত করে মিলবো গলায় গলা ধরে
ভুলে যাবো সব ভেদাভেদ দুঃখ অভিমান ॥