গান: ঈদ এসেছে নিদ ভেঙেছে
কথা ও সুর: আবদুস শাকুর তুহিন
ঈদ এসেছে নিদ ভেঙেছে
হাজার মনে
ফুল-পাখিদের মৌমাছিদের
তমাল বনে
ঈদ এসেছে ঈদ রমজানেরও ঈদ
চাঁদ তারারা ভাঙলো আড়ি
জাগলো একই সাথে
জোনাকিরা মিতালিতে
মিললো নিশীথ রাতে।
আলোয় আলোয় ভেঙে গেলো
অন্ধকারের ভীত।
এসেছে ঈদ এসেছে ঈদ
এসেছে রমজানেরও ঈদ।
ফুলের সুবাস মেখে
আসে ঈদের সকাল
প্রজাপতির রঙিন ডানায় ঝলমলঝল।
হলের গুঞ্জন পাখির কূজন
একই সুরে বাজে
দ্বন্দ্ব ভুলে ছন্দ তুলে
সাজলো একই সাজে
প্রকৃতিতে উঠলো বেজে
সাম্য ন্যায়ের গীত
এসেছে ঈদ এসেছে ঈদ
এসেছে রমজানেরও ঈদ।