গান: ঈদ হল তো ভাঙা চাঁদের
কথা: সাজজাদ হোসাইন খান
সুর: সাইফুল্লাহ মানছুর
ঈদ হল তো ভাঙা চাঁদের
রাঙা হাসির কণা
তেপান্তরে হঠাৎ উধাও
আমরা কতক জনা।
ঈদ হল তো ফিরনি পায়েশ
তেলের পিঠা ঝাল
কোরমা পোলাও জর্দা সেমাই
ধলা আতপ চাল।
ঈদ হল তো ফুলের বাগান
নতুন টুপি জামা।
ঈদ হল তো সালাম করা
বুকের সাথে বুক
ভাঙা চাঁদের রাঙা হাসি
আতর মাখা সুখ।
ঈদ হল তো ফুলের বাগান
নতুন টুপি জামা।
ঈদ হল তো খুশির খাতা
পদ্যে ভরা বই
হাওয়ায় হাওয়ায় উড়াল দেয়া
আনন্দে হই চই।
ঈদ হল তো ফুলের বাগান
নতুন টুপি জামা।