গান: এই কাফেলা রুখতে পারে সাধ্য কার
কথা: মতিউর রহমান মল্লিক
সুর: মানজুর মোয়াজ্জাম


এই কাফেলা রুখতে পারে সাধ্য কার
এই কাফেলা আল্লাহ ছাড়া বাধ্য কার ॥

রক্ত দিয়ে নাম লিখেছে যে বাহিনী
বাঁধ ভাঙা যে তার ঘটনা তার কাহিনী
শাহাদাতের লাল পেয়ালা কাম্য যার ॥

আন্দোলনে রাজপথে যার মূল ঠিকানা
শহীদি ওই ঈদগাহে যার ফুল বিছানা
আল্লাহ তায়ালা অন্ত এবং আদ্য যার ॥

যে কাফেলার অগ্রপথিক মালেক ভাই
সঙ্গে অযুত শহীদানের মিছিল তাই
কোরবানি ত্যাগ শুধু প্রতিপাদ্য যার ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *