গান: এই কোটি মানুষের বাংলাদেশে
কথা ও সুর: আমিরুল মোমেনীন মানিক
এই কোটি মানুষের বাংলাদেশে
একজনও নেই কি আবু বকর
যার ডাকে উঠবে জেগে
আসবে নতুন এক সোনালি প্রহর ॥
তোমাদের মাঝে কারো কি আছে
উমরের মতো দরাজ দীল
ভাঙবে পৃথিবী নতুন করে
গড়বে বিশ্ব নিখিল
বন্ধু তুমি তৈরি থেকো
সামনে আসছে মহাসমর ॥
মজলুম জনতা নেই কো মানবতা
দিকে দিকে আহাজারি
তোমরা যদি জেগে না উঠো
কে হবে তবে কাণ্ডারী
বন্ধু তুমি তৈরি থেকো
সামনে আসছে মহাসমর ॥