গান: এই জামানার শ্রেষ্ঠ তাফসির
কথা: মতিউর রহমান মল্লিক
সুর: মাসুদ রানা


এই জামানার শ্রেষ্ঠ তাফসির
তাফহীমুল কুরআন
রাত পোহানোর আলোর মত
ভালো আরো ভালোর মত
প্রভাব অফুরান ॥

জীবন জগত জটিল যখন
যখন ভয়াবহ
নানান মতবাদের ফাঁদে
মানুষ অহরহ
বক্ষে তুলে অমানিশা
হারায় সত্য পথের দিশা
ঠিক তখনই তাফহীম উড়ায়
দীনেরই নিশান ॥

কত কাফের নাস্তিক বেদীন
ঈমানদার হলো
এই তাফসিরের বদৌলতে
প্রশান্তি পেল
পেল তৃপ্তি আশার আশ্বাস
শাশ্বত সে মুক্তির আকাশ
ভরলো অমোঘ জীবন সুধায়
মরু বিয়াবান ॥

দীন কায়েমের কথা বলে
তার মত আর কে
সব বাতিলের শিকড় উপড়ায়
প্রবল সাহসে
আল কুরআনের কর্মী বানায়
মুক্তির সঠিক তথ্য জানায়
মজলুম মুসলমানকে শেখায়
বিপ্লবেরই গান ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *