গান: এই জীবন আর দুনিয়াদারী
কথা: খন্দকার সাইদুর রহমান
সুর: সোহাইল আহমদ খান
এই জীবন আর দুনিয়াদারী
সব কিছুই ফাঁকি
আজরাইলে লইয়া যাবে
সাধের প্রাণপাখি ॥
আজকে কত আপন স্বজন জ্ঞাতি বন্ধুজনা
নিদান দিনের সঙ্গী নাই রে ওরে বেভুল মনা
মরণ তোমায় পর করিবে তখন করবা কী ॥
ঘর বাড়ি আর জায়গা জমি বাঁধলি মায়ার ডোরে
লোভ-লালসার ফান্দে ছিলি রঙীন নেশার ঘোরে
ভাবলি না রে বিদায় নেবার কয়দিন আর বাকী ॥