গান: একটাই চাওয়া প্রভু তোমারি কাছে
কথা ও সুর: আবদুল্লাহ আল কাফী
একটাই চাওয়া প্রভু তোমারি কাছে
সে চাওয়াটাই যেন হয় গো পূরণ
জীবনের বিনিময়ে এ জমিনে দাও
তোমারি শাসন ॥
রাশেদার যুগ তুমি দাও ফিরায়ে
রাজপথ দেব আমি রক্তে রাঙ্গিয়ে
রক্ত যত লাগে নাও গো তুমি
বিনিময়ে দাও শুধু কুরআনের শাসন ॥
জুলুম আর অন্যায় অনাচার অবিচার
ধুঁকে ধুঁকে মরে আজ মানবতা করে হাহাকার।
হৃদয়ে দাও তুমি সাহস ওমরের
গড়তে পারি যেন রাজ কোরআনের
ঈমানের দৃঢ়তা দাও গো তুমি
শাহাদাত শুধু যে আমারি শপথ ॥