গান: একদিন মরণ যদি আসবে তোমার
কথা: আবু তাহের বেলাল
সুর: আমিনুল ইসলাম
একদিন মরণ যদি আসবে তোমার
মরণের কেন তবে ভয়
সেই তো ভালো ওগো অনেক ভালো
শহীদি মরণ যদি হয় ॥
জিহাদের ময়দানে অটুট থেকে
শহীদি জীবনের স্বপ্ন মেখে
কেউ যদি ঢেলে দেয় পাঁজরের খুন
সেই খুন চিরদিন জানি কথা কয় ॥
রাসূলের পথ ধরে চলতে গিয়ে
কোরআনের অমিয় সুধা পিয়ে
যায় বিলানো যদি জীবনটাকে
সে জীবন হয় তবে আরো আলোময় ॥