গান: এসো শান্তির পথে আজ শান্তির
কথা ও সুর: আহমদ নাসিমুল হুদা নওশাদ
এসো শান্তির পথে আজ শান্তির
প্রগতির পথে আজ প্রগতির
জীবনের মরুময় প্রান্তর
যাবো আজ পার হয়ে
কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে ॥
স্বার্থেরই অন্ধকার গলিতে
মানবতা পায় না পথ চলিতে
শোষিতের বেদনা হাহাকার
দেব আজ ঘুচিয়ে ॥
ঐক্য মোদের হোক তবে আজ
জীবন জয়ের হাতিয়ার
ন্যায়ের পথে গড়তে জীবন
হও সবে আজ আগুয়ান
দাও বিলিয়ে এমন প্রাণ।
কণ্ঠে তোলো শার্দুলের হুঙ্কার
ছুটে চলো ঝঞ্ঝাসম দুর্নিবার
স্বৈরাচারী শোষকের কালো হাত
দেব আজ গুঁড়িয়ে ॥