গান: ওরে হুলো রে তুই
কথা ও সুর: কাজী নজরুল ইসলাম
ওরে হুলো রে তুই রাত বিরাতে ঢুকিস রে হেঁশে
তুই কবে বেঘোরে প্রাণ হারাবি বুঝিস রে আজকেল
আমি স্বীকার করি শিকারি তুই তোর গোঁফ দেখেই চিনি
গাছে কাঁঠাল ঝুলতে দেখে দিস গোঁফে তুই তেল ॥
ওরে ছোঁচা ওরে ওচা বাড়ি বাড়ি তুই হাঁড়ি খা
আরনাবনার বাড়ি কেউ কোনদিন ধনে প্রাণে মারা যায়
কেঁদে মিউ মিউ করে বিব বেড়ালি করবে রে হার্টফেল ॥
তানপুরার সুরে যখন তখন গলা সাধিস
শোনে ভুলো তোরে তেড়ে আসে তুই নাক তুলে ছুটিস
তোরে বস্তায় ভরে কবে কে চালান দেবে ধাপাবেল ॥
বউ ঝি যখন মাছ কুটে গো তুমি খোঁজ দার
বিড়াল তপসি আট নয়নে থালার পানে তাকায়
এত উত্তম মধ্যম খেয়ে কি তোর হল না আক্কেল ॥