গান: ও আমার মা
কথা ও সুর: আমিরুল মোমেনীন মানিক

ও আমার মা
লিখছি চিঠি আমি তোমার তরে
চলতি মাসে মাগো ফিরবো ঘরে
রেঁধেছো কি তুমি মা কচু চচ্চড়ি
সজনের বড়ি আর চিংড়ি খিচুড়ি
মাগো মা আমি আসছি বাড়ি ॥

কতদিন কত মাস পেরিয়ে গেল
হয়নি যাওয়া বাড়িতে
এখনো কি যাও তুমি নানু বাড়ি বেড়াতে
বাঁশ বাঁধা গরু গাড়িতে
সবকিছু ঠিক ঠাক আছে কিনা জানি না
স্মৃতিরা করে ভিড়াভিড়ি ॥

সোনাডাঙ্গা নদীতে এবারও কি মা
নৌকা বাইচ খেলা জমবে
পুকুরের পাড়ে সেই বকুলের শাঁখে শাঁখে
এবারও কি ফুলগুলো ফুটবে
অভিমান করো না মা ভুলিনি তোমায়
তোমাকে স্মরণ করি ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *