গান: ও কোকিল ছানা
কথা ও সুর: শফিক আদনান
ও কোকিল ছানা
আমার যদি তোমার মত
থাকত দুটি ডানা
দূর দিগন্তে উড়ে যেতাম
প্রভুর দেয়া সুর ছড়িয়ে দিতাম
করতো না কেউ মানা।
ফজরের সময় হলে
মুয়াজ্জিনের সাথে কলরোলে
বাঁশ ঝাড়ে করতাম কিচির মিচির
মসজিদে যেতে কেউ ভুলে যেত না।
কাজে কামে ক্লান্ত যারা
আামার গানে প্রেরণা পেত তারা
নবীজীর রওজা জিয়ারতে
ডানা মেলে ছুটে যেতাম মদিনা।