গান: ও মাঝি ভাই ও মাঝি ভাই
কথা ও সুর: আহসান হাবীব
ও মাঝি ভাই ও মাঝি ভাই
হেইয়া হো হেইয়া হো
নাও ছাইড়া দাও মাঝি ভাই
আমরা তোমার সঙ্গী সাথী
তোমার সঙ্গীর অভাব নাই ॥
অনেক তো ঘাম ঝরাইলাম
হাতের আঙ্গুল খোয়াইলাম
অনেক রক্ত ঝরাইলাম
স্বপ্ন শুধু হারাইলাম
ন্যায্য দাবি লইয়্যা মিছিল মিটিং কইরা
সঙ্গী সাথী হারাইলাম ॥
আজ আল্লাহ নবীর নাম লইয়া
পাল্টাই না তাল লয়
লগী মার টান হে হে
বদর বদর বদর বদর হেইয়্যা হো
বন্দরে যাত্রীরা দিন গোণে
রাত পোহাইবার আর কত দেরী
কইয়্যা দাও মাঝি ভাই ॥