গান: কখনো যদি কেউ জানতে চায়
কথা: মাসুদ রানা
সুর: মিজানুর রহমান
কখনো যদি কেউ জানতে চায়
কোথায় ভোল তুমি দুঃখ ক্লেশ
কার রূপেতে নব চেতনায়
ঘটে যায় উন্মেষ
সে আমার বাংলাদেশ ॥
লক্ষ মানুষ জীবন দিলো
দেশের মাটির জন্য
লাল সবুজ এক স্বাধীন পতাকা পেয়ে
ধন্য এ মাটি ধন্য
ভাষার জন্য রক্ত দিয়ে
হলো ভাষা সৈনিকদের দেশ ॥
সবুজ শ্যামল এই দেশটা আমার
সবুজ চাদর মনে হয়
চেয়ে দেখো ওই দূরের পাহাড়গুলো
উর্ধ্ব পানে চেয়ে রয়
যেখানে মানুষ থাকে আপনজনের মতো
নেইকো কোন রেশারেশ ॥