গান: কামলিওয়ালা পেয়ারা নবী
কথা: খালিদ সাইফ
সুর: আবু রায়হান
কামলিওয়ালা পেয়ারা নবী সাল্লি আলা মোস্তফা
তোমারি আগমনে হাসলো মরু সাহারা
তোমার নামে বুলবুলিরা গাইলো প্রথম গান
সেই সুরেতে ব্যাকুল হল সারাটা জাহান।
তুমি যে নূরের নবী ধ্যানের ছবি
তোমার রূপে পাগলপারা হাজারো কবি
সুরকার সুর বাঁধলো শিল্পী তোলে গান
সেই গানেতে মাতলো ভুবন ভরলো মন প্রাণ।
এলে তুমি অন্ধকারে আলো ফুটিয়ে
জাহিলি দ্বন্দ্ব যত দিলে মিটিয়ে
অমানিশা ঘোর আঁধারে পুর্ণিমারি চান
রাসূল নামের পরশ পেয়ে ছুটলো আলোর বান।