গান: কিছু কিছু কথা আছে বলা যায় না
কথা: খাদিজা আখতার রেজায়ী
সুর: শাহাবুদ্দীন
কিছু কিছু কথা আছে বলা যায় না
কিছু কিছু ব্যথা আছে সওয়া যায় না ॥
কলবের মাঝে যার কালো ছাপ মারা
কে বাঁচাবে তাকে বলো
প্রভু তুমি ছাড়া
কখনো সে ভাবে না ও পথে যাবে না
যে পথে তোমার খুশি পাওয়া যায় না ॥
কিছু কিছু পথিকের পথ বলে দাও
কিছু কিছু পথিকের সাহস বাড়াও।
খোলা তলোয়ার ছিলো ওমরের হাতে
দুশমনি ছিলো তার রাসূলের সাথে
তুমি দিলে তার তরে
কী যে ভালোবাসা মনে
এমন নজির আর পাওয়া যায় না ॥