গান: কুরআন পড় রোজাদার বুঝে পড়
কথা ও সুর: মাহফুজ বিল্লাহ শাহী
কুরআন পড় রোজাদার বুঝে পড়
রোজাদার হাদিস পড় রোজাদার বুঝে পড়
রোজাদার জীবন গড় রোজাদার নিজে গড়
রোজাদার আল্লাহু আল্লাহু জপ হরদম
রমজানেরই চাঁদ উঠেছে জানাও স্বাগতম ॥
কুল মাখলুকাত ঐ যে দিবারাত
আনন্দে ভাসে নাজাত এসেছে
ঐ চাঁদেরই আগমনে সাজাও
হৃদয়ে তোরণ ॥
করে না আহার কোন রোজাদার
আবার করে সে সেহরী ইফতার
তাই রোজার প্রতিদান আল্লাহ নিজে
করবে যে বণ্টন ॥
জীবনে তুমি আর পাবে কি
এমন সুযোগ বলতো দেখি
রহমত বরকত মাগফেরাতে
পাপ করো মোচন ॥