গান: কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা
কথা ও সুর: আবুল কাশেম
কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা
তুমি তোমাকে তোমার পরিবার পরিজনকে
দোযখের আগুন থেকে বাঁচাও
এই আসমানী আহ্বান নাও শুনে নাও ॥
বল তুমি পারবে কি
নিজেকে আগুনে জ্বালাতে
পারবে কি তোমার পুত্র স্বজন সব
জ্বলন্ত আগুনে পোড়াতে
একটু থমকে দাঁড়াও
একটু নাও ভেবে নাও
এই কথাগুলো একবার
নাও ভেবে নাও ॥
হারাম সম্পদ হারাম কাজ
সবি আগুন বিষাক্ত সাপ।
বল তুমি পারবে কি আগুন থেকে বাঁচতে
পারবে কি তুমি বিষাক্ত সাপ দিয়ে
প্রিয়জনদের ভরতে
একটু থমকে দাঁড়াও
একটু নাও ভেবে নাও
এই কথাগুলো একবার নাও ভেবে নাও ॥