গান: কোকিল ডাকে কুহু কুহু
কথা ও সুর: গোলাম মাওলা
কোকিল ডাকে কুহু কুহু
ঐ যে দূরে বনে
এমন সময় কার কথা রে
পড়ল আমার মনে
সে যে আমার প্রেমের ফুল
ধনের সেরা ধন অতুল
তারই কথা হৃদয় মনে
জাগে ক্ষণে ক্ষণে ॥
মানবতার বন্ধু তিনি
রাহমাতুল্লিল আলামিন
তার হৃদয়ে পাই রে খুঁজে
প্রেম পিয়াসি প্রেমের চিন
তার মত নেই বন্ধু স্বজন
তার মত নেই কেউ রে আপন
তার প্রেমে মন ডুব দিয়াছে
একলা সংগোপনে ॥