জারী গান: কোথায় আছে মালেক আইউব রে
কথা ও সুর: আবুল কাশেম
কোথায় আছে মালেক আইউব রে
বাংলার এই জমিনে আল্লাহর দীনের লাগি
এইভাবে কত খুন ঝরাইল কত রক্ত দিল
শহীদ হইল আবদুল মালেক ভাই
সাব্বির হামিদ আইউব জাব্বার
সেলিম মাহফুজ বাকী জাফর ভাই
আমীর হোসেন হাফেজ আবদুর রহীম
জসীম ভাই তারা এই দেশেরই সন্তান
তারা আমাদেরই সাথী ভাই বন্ধু
কোথায় আমার সেই মালেক ভাইরা
কোথায় আছে মালেক আইউব রে
(হায় রে) কোথায় সেলিম বলো
হকের তরী ডুবলো বুঝি
তরাইতে হবে আজি রে
কোথায় আছে মালেক আইউব রে ॥
কোরআন হাদীস সবই আছে
আছে ফিকাহ্ শাস্ত্র
সম্পদের অভাব নাই মোদের
অভাব ঐ সাব্বিরের রে ॥
ভুলে গেছি ইতিহাস মোদের
ভুলে গেছি সবই
আল্লাহু আকবারের সামনে
হারতো সকল জাতি রে ॥
কান্দে শহীদ মাহফুজ ভাইয়ের
মাসুম এক সন্তান
এতিমও বানাইয়া গেল
কোথায় আব্বুজান রে ॥
মা জননী কান্দে দেখ
কোথায় আমার জাফর
শহীদ বাকীর পরিবারে
বইছে শোকের সাগর রে ॥
শহীদ হইলো আমীর জসীম
হাফেজ রহীম ভাই
তাদের রক্তের বিনিময়ে
শান্তির এ সমাজ চাই রে ॥
ওরে শহীদ ভাইদের খুনরাঙা পথ
ভুলি কেমন করে
তাই তো আসুন সবাই মিলে
চলি সে পথ ধরে রে ॥