গান: ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেলে
কথা: আফসার নিজাম
সুর: শাহাবুদ্দীন


ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেলে
জাগিয়ে দিও মা
দীন কায়েমের পথে মাগো
ক্লান্তি থাকে না ॥

মালেক যাবে মিছিল নিয়ে
মায়ের আঁচল বিছিয়ে দিয়ে
আন্দোলনে মাগো তুমি
বাঁধন দিও না ॥

আল কুরআনের স্বপ্ন নিয়ে
বুকের জমিন বিলিয়ে দিয়ে
তোমার ছেলে শহীদ হলে
দোহাই কেঁদো না ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *