গান: গানকে ভালবাসে যারা
কথা: নাজমুস সাদাত
সুর: জাফর সাদেক
গানকে ভালবাসে যারা
গানকে ভালবাসে
সুরকে নিয়েই তাদের খেলা
সুরের কাছে আসে
ফুলকে ভালবাসে যারা
ফুলকে ভালবাসে
সুবাস ভালবাসে তারা
সুবাস ভালবাসে।
আমার মনের ঢেউ খেলে যে
গানের সমতুল
কে দিয়েছে এত্ত গানের
মিষ্টি মধুর সুর
কার ইশারায় ঐ আকাশে
মেঘের ভেলা ভাসে
কোন সে ভালবাসার টানে
বৃষ্টিধারা আসে।
সবচেয়ে বড় ভালবাসার
যিনি কারিগর
তিনি হলেন আল্লাহ তায়ালা
স্রষ্টা নিরন্তর
তাকে ভালবাসে যারা
তাকে ভালবাসে
সকল গানে সকল সুরে
তাকে নিয়ে আসে।