গান: গাহিল আল্লাহু বলে
কথা ও সুর: আবু তৈয়ব মেসবাহ
গাহিল আল্লাহু বলে
পিউ পিউ পাপিয়া
যে গান শুনে বনে বনে
হাসিল ফুল ফুটিয়া।
গেয়ে ঝর্ণা কলতানে
ছোটে সে আপন মনে
গাহে কোকিল গহীন বনে
দূরে গায় ও নীলিমা।
ভ্রমরা গায় গুনগুনিয়ে
বাতাসে যায় সুর শুনিয়ে
গাহে অলি মধু পিয়ে
লা ইলাহা ইল্লাল্লাহ।